
স্টাফ রিপোর্টার ::
ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর ও দ্বিতীয় সেক্রেটারি মানুষ কুমার মোস্তফি ব্যক্তিগত সফরে তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন। রবিবার (১৩ জুলাই) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের এসব শুল্ক স্টেশন ঘুরে দেখেন তারা। পরে বড়ছড়া আমদানিকারক গ্রুপ সমিতির কার্যালয়ে গিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খসরুল আলম, সাধারণ স¤পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সবুজ আলম, চারাগাঁও আমদানিকারক গ্রুপ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুছ সামাদ, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক নুর আহমদ নুরু, যুগ্ম স¤পাদক আলী আহমদ প্রমুখ।
আমদানিকারক গ্রুপ নেতৃবৃন্দ জানান, সফরটি ছিল ব্যক্তিগত পর্যায়ের। ভারতীয় কূটনীতিকরা প্রথমবারের মতো এই শুল্ক স্টেশনগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তাদের কাছে কয়লা ও চুনাপাথর আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন জটিলতা ও সমস্যার বিষয় তুলে ধরা হয়।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ আলম জানান, ভারতীয় সহকারী হাইকমিশনারসহ অন্যান্যরা ব্যক্তিগত সফরে এসেছিলেন। কারণ তিনি আমাদের শুল্ক বন্দরগুলো চিনেন না, তাই দেখতে এসেছেন বলে জানিয়েছেন। পরে তারা সমিতির কার্যালয় পরিদর্শন করেন। এসময় আমাদের পক্ষ থেকে শুল্ক বন্দর সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হয় এবং সমাধানের জন্য দাবি জানানো হয়। এসময় তিনি আমাদের সমস্যা সমাধানের জন্য এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।
কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ খসরুল আলম জানিয়েছেন, ভিসা জটিলতা এবং শুল্ক বন্দর দিয়ে আমরা যেন সহজে কয়লা, চুনাপাথর আমদানি করতে পারি, সে সব বিষয়ে তাদের কাছে দাবি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা ব্যবসায়ীরা কোনো বাধা ছাড়াই নিয়ম মেনে নির্বিঘেœ ব্যবসা করতে চাই।