নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৫:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
​সুনামগঞ্জ পৌর শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত এই হোটেলটি স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের।
সোমবার (১৪ জুলাই, ২০২৫) সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি ফিতা কেটে হোটেলটির শুভ উদ্বোধন করেন এবং হোটেলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এর আগে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান হোটেল নূরানীর ব্যবস্থাপক (মালিক) ও সিলেট টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোসাব্বির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়া, উদ্বোধনী আয়োজনে জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন সোহেল, সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, আমিনুল হক লিটু, আতিকুল হক টিপু, জহিরুল হক হিরু, ইমদাদুল হক ইমদাদ, সুমন জালালাবাদী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য আরামদায়ক আবাসন এবং উন্নত পরিসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। আধুনিক ইন্টেরিয়র, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে হোটেল নূরানী সুনামগঞ্জবাসীর আতিথেয়তার নতুন ঠিকানা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই নতুন সংযোজন সুনামগঞ্জের পর্যটন ও বাণিজ্য খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com