
স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (অতিরিক্ত দায়িত্ব) দেবজিৎ সিংহ সুনামগঞ্জের উন্নয়ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভার আয়োজন করে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (অতিরিক্ত দায়িত্ব) দেবজিৎ সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে দেবজিৎ সিংহ বলেন, বর্তমান সরকারের চিন্তা-ভাবনাগুলো কাজে লাগাতে হবে। যেকোনো সমস্যা নিরসনে সঠিক সিদ্ধান্ত নিতে একে অপরের সাথে সমন্বয় করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে।
তিনি বলেন, যেকোনো কাজে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। কোনো কোনো খাতে সরকারের দেওয়া ভর্তুকি গ্রহণ থেকে ধীরে ধীরে সরে আসার চেষ্টা করতে হবে।
দেবজিৎ সিংহ বলেন, আমাদের জীবনমানের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের এই পরিবর্তনটা বুঝাতে হবে এবং মানুষও বুঝতে হবে। তাই জনগণের সেবার দায়িত্ব যেন আমরা সবাই আন্তরিকভাবে পালন করি।
তিনি বলেন, সরকারী বিভিন্ন অফিসে লোকবল সংকট আছে। এই সংকট নিয়ে যারা কাজ চালিয়ে যাচ্ছেন, তারা আন্তরিকভাবেই করছেন।
তিনি বলেন, আমি সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ছিলাম। এ জেলার বাসিন্দা অনেকেই আমার পরিচিত। সুনামগঞ্জে আসতে আমার খুবই ভাল লাগে। এ জেলার মানুষের আচার-ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আপনারা যারা দায়িত্ব পালন করছেন, সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। তিনি বলেন, সুনামগঞ্জ জেলার মানুষ কৃষি ও মাছের উপর নির্ভরশীল। কিছু মানুষ আছেন তারা বালু-পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। আজ নানা কারণে এখন অনেকেই বেকার হয়ে পড়েছেন। তাদের কর্মসংস্থানের প্রয়োজন। তিনি বলেন, এ জেলার বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবন যাপন করছেন। তাই উৎপাদনমুখি বিভিন্ন কাজে এসব মানুষদের উদ্বুদ্ধ করতে হবে।
এ ছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম, সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. যশোবন্ত ভট্টাচার্য্য, উপজেলা প্রাণিস¤পদ অফিসার অমিত সাহা, উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু হাসনাত সরকার, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আবু হাসান।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, রাস্তা-ঘাটের উন্নয়ন, হাওর ও নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি, জলমহাল সুরক্ষা, স্বাস্থ্য বিভাগের উন্নয়ন, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ড্রেজার বন্ধ করা, হাওর-নদী খনন ব্যবস্থা করাসহ নানা সমস্যা নিরসন নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে নবনির্মিত সদর উপজেলা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।
এরপর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় করেন। এই সভা শেষে তিনি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। কর্মকর্তা-কর্মচারীদের কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ-খবর নেন এবং তাদেরকে কাজে উৎসাহ দেন।