সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:১৫:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:১৫:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত পত্রে কমিটি প্রকাশ করা হয়। এ কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন)-কে। সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ‘হাসন রাজা ট্রাস্ট’ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক। ২০১৮ সালে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তাকে বিএনপির রাজনীতিতে কখনো সক্রিয় দেখা যায়নি। এনসিপি’র সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) জানান, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে এনসিপি গঠন হয়েছে। এই গঠন প্রক্রিয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে একজন রাজনৈতিক সচেতন হিসেবে আমি স¤পৃক্ত হয়েছি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্বের রাজনৈতিক দল হিসেবে নতুন বাংলাদেশ গড়তে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। বাংলাদেশের প্রায় সবকটি রাজনৈতিক দল তাদের সাংগঠনিক সূত্রপাতে সুনামগঞ্জে হাসন রাজা পরিবার বা বংশধরদের ভূমিকা রয়েছে জানিয়ে দেওয়ান সাজাউর রাজা চৌধুরী আরও জানান, সুনামগঞ্জের রাজনৈতিক ইতিহাস দেখলে জানাযায়, আওয়ামী লীগ, ন্যাপ, জাসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সূচনা বা গোড়াপত্তনের ইতিহাসে জড়িয়ে রয়েছে বিখ্যাত হাসন রাজার পরিবার। আমি সেই রাজনৈতিক ধারার সর্বশেষ একজন। ট্রাডিশনাল এই ধারার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বসহ সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন মো. হারুনুর রশিদ ,আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি, শহিদুল ইসলাম। তবে কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে নাম আসা মো. হারুনুর রশিদ ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমেদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক শিপন, মির্জা আব্দুল অদুদ, আলী হোসেন খান, মো. নুরুল ইসলাম, আজাদ নুর মিয়া, শ্যামল দত্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমেদ, মো. আব্দুর রহমান দুলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন, মো. আলী রাজ আহমেদ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com