শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:০৫:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে আগামী ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, ১৫ জুলাইয়ের মধ্যে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে ফেলতে হবে, অন্যথায় প্রশাসন সরাসরি অভিযান পরিচালনা করবে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। জেলা প্রশাসক আরও বলেন, শহরের কামারখালসহ অন্যান্য খাল উদ্ধার কার্যক্রমও একই দিন থেকে শুরু হবে। একইসাথে যেখানে-সেখানে যানবাহন রেখে যানজট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বোগলাবাজার গরুর হাট ইজারা না দেয়ার জন্য ইউএনওকে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। কারণ, এই হাটকে কেন্দ্র করে একটি চক্র রাতে গরু পাচার করে সীমান্তে প্রবেশ করছে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। জেলা প্রশাসক জানান, জেলার বিভিন্ন নদীতে বালু ও পাথর লুটপাট বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। তাহিরপুর উপজেলার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টাকা আদায় বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইদানিংকালে বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তাদের উপর এবং আইন-শৃংখলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটছে। এ ব্যাপারে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরদিকে সুনামগঞ্জ শহরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অপব্যবহার ও বিক্রি বন্ধ এবং চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। সভায় পুলিশ সুপার বলেন, শহরে মাদকদ্রব্যের অপব্যবহার ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com