
স্টাফ রিপোর্টার ::
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকের দাবি আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)এর কেন্দ্রীয় সভাপতি সাংগঠনিক সফরে সুনামগঞ্জে আগমন উপলক্ষে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির অফিস কক্ষে জেলা বাকবিশিস-এর সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাকবিশিস-এর সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাকবিশিস-এর সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক রামানুজ রায়, অর্থ স¤পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য এবং প্রচার ও প্রকাশনা স¤পাদক প্রভাষক রজত কান্তি রায়, সদস্য প্রভাষক হিমাদ্রি শংকর তালুকদার, স্বপন রায় প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষাখাতের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। কলেজ পর্যায়ে শিক্ষক স্বার্থ, প্রশাসনিক জটিলতা, এমপিওভুক্তিকরণ, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের অগ্রগতি, জাতীয় শিক্ষানীতির আলোকে উচ্চশিক্ষার আধুনিকায়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ শুধু পাঠদানেই নয়, জাতি গঠনে বড় ভূমিকা রাখে। তাঁদের মর্যাদা, ন্যায্য অধিকার এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত না হলে টেকসই শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করা সম্ভব নয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।