বিএনপির ৩১ দফা দাবির পক্ষে বিশ্বম্ভরপুরে লিফলেট বিতরণ

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৩:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৩:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ৩১ দফা দাবির সমর্থনে বিশ্বম্ভরপুর উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (১২ জুলাই) বিএনপি নেতা মোহন বাচ্চুর নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে মোহন বাচ্চু বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ঘরে ঘরে গিয়ে ৩১ দফার লিফলেট পৌঁছে দিয়েছি। বিগত সরকার রাতে ভোট দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে তামাশা করেছে। তারা দুর্নীতিতে ব্যস্ত থাকায় দেশের কোনো উন্নয়ন হয়নি। ইনশাল্লাহ, আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি উন্নয়নশীল বাংলাদেশ গড়ব। তিনি আরও বলেন, সুনামগঞ্জ-৪ আসনে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তবে আমি জনগণের পাশে থাকব এবং তাদের কল্যাণে কাজ করে যাব। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। এ সময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার যুবদল নেতা বিপ্লব এবং বিশ্বম্ভরপুর উপজেলার যুবদল নেতা সুমন মিয়া। মোটর শোভাযাত্রায় অংশ নেন সদর উপজেলা বিএনপি নেতা জিয়া, যুবদল নেতা আলমগীর, বিপ্লব, দুলাল, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা শাহজাহান মিয়া, আসদ্দর মিয়া, ইয়াকুব মিয়া, যুবদল নেতা মো. হারুন মিয়া, মতিউর রহমান, শামীম, দেলোয়ার, জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ইসমাইল হোসেন, আবুল কাশেম, জহিরুল, তোফাজ্জল, ছাত্রদল নেতা রাকিব, আশরাফুল, সাগর প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com