
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাগানবাড়ি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার গভীর রাতে শফিকুল ইসলাম অবৈধভাবে গরু আনতে ভারতের দিকে প্রবেশ করেন। এ সময় ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে। একটি গুলি সরাসরি তার বুক বরাবর লাগে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগানবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। গুলি তার বুকে লেগেছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি আরও জানান, রাতের আঁধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে মূলত এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
দোয়ারাবাজার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাগানবাড়ি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার গভীর রাতে শফিকুল ইসলাম অবৈধভাবে গরু আনতে ভারতের দিকে প্রবেশ করেন। এ সময় ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে। একটি গুলি সরাসরি তার বুক বরাবর লাগে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগানবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। গুলি তার বুকে লেগেছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তিনি আরও জানান, রাতের আঁধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে মূলত এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।