স্টাফ রিপোর্টার ::
ছাতকে যৌথবাহিনীর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, ইঞ্জিনচালিত নৌকা ও মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সুরমা নদীর ঘাট থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক সেনা ক্যা¤েপর দায়িত্বে থাকা মেজর মো. জাবির।
জানা যায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ছাতক আকিজ প্লাস্টিক কারখানা সংলগ্ন সুরমা নদীর ঘাট থেকে ভারতীয় বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, বিস্কুট, তিনটি মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মঈন উদ্দিন ও ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে, মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ব্রিফিং করেন মেজর মো. জাবির। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের ও যৌথবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।