
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে শুক্রবার বিকেলে সামাজিক সংগঠন ‘ভয়েস অব ক্লিন সোসাইটি’-র আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” - এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে রুহুল আবেদীন জুবায়েরকে আহ্বায়ক এবং নাসির আহমেদকে সদস্য সচিব করে শতাধিক যুবককে নিয়ে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ মুক্তার আলী। যৌথভাবে সঞ্চালনা করেন রুহুল আবেদীন জুবায়ের ও নাসির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শাহ ফয়জুন্নুর আলী। বক্তব্য রাখেন গোলাম আহমদ ও সিরাজুল ইসলাম পলাশ, হাফিজুর রহমান বাচ্চু, আব্দুর রশিদ, ইকবাল হোসেন, নুরুল আমিন, সালেহ আহমেদ, জিয়া উদ্দিন, আরশাদ নোমান, তোফাজ্জল হক সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহ ফয়জুন্নুর আলী বলেন, “এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। গৌরারং ইউনিয়নের প্রতিটি গ্রামে এ ধরনের সংগঠনের কমিটি গঠন করা প্রয়োজন, যাতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায়।”
সভাপতি মুক্তার আলী বলেন, “যুবকরাই দেশের পরিবর্তনের মূল কারিগর। আমাদের এলাকার যুবকদের এই মহতী উদ্যোগকে সফল করতে আমি ব্যক্তিগতভাবে ও সামাজিকভাবে সর্বাত্মক সহযোগিতা করব।” অনুষ্ঠানে স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।