
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর মধ্যবাজার থেকে গতকাল শনিবার দুপুরে পৃথক দুটি মামলার দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের মালা আক্তারের (২৯) বিরুদ্ধে ২০১৯সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামের মো. টিটু (২৬)-এর বিরুদ্ধে ২০২৩ সালে আদালতে পৃধক দুটি মামলা হয়। তারা দুইজন পলাতক ছিলেন। শনিবার বেলা দেড়টার দিকে মধ্যনগর মধ্যবাজার থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়। ওইদিন বিকেলে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।