১১১৩ গজ ভারতীয় থান কাপড় জব্দ, গ্রেফতার ১

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:১৮:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:১৮:১১ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে থাকা বোয়ালা হাওর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১১৩ গজ ভারতীয় থান কাপড় জব্দ ও ওমর ফারুক (৩২) নামের এক ব্যক্তিকে বৃহ¯পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের ওমর ফারুক অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে থানকাপড় এনে তা ইঞ্জিনচালিত নৌকাযোগে বোয়ালা হাওর হয়ে বৃহ¯পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছিলেন। খবর পেয়ে ওইদিন সকাল সাড়ে ছয়টার দিকে সেখানে গিয়ে ইঞ্জিন চালিত নৌকাসহ নৌকায় থাকা ১১১৩ গজ প্যান্টের ভারতীয় থান কাপড় জব্দ ও চোরা কারবারিকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে। ওইদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমো কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com