মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমানায় থাকা টাঙ্গুয়ার হাওরের কৈয়ারকুড়ি বিলে অভিযান চালিয়ে ৪০০মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও মো. মিজু (৩৭) নামের এক জেলেকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ওই জেলের বাড়ি উপজেলার কাউহানি গ্রামে। বুধবার বিকেল চারটার দিকে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা এই আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, মধ্যনগর থানার এসআই কিম্মত আলী প্রমুখ। পরে ওইদিন সন্ধ্যায় জব্দ করা এসব কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।