
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় একটি পিকআপসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের মাদ্রাসা সংলগ্ন রাস্তায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ ঘনফুট অবৈধ বালুবোঝাই একটি পিকআপসহ মো. সিরাজ মিয়া (৪৫) নামের একজনকে আটক করে। তিনি উপজেলার পূর্ব চারগাঁও গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, এসব বালু উপজেলার দ্বীনের টুক মরাচেলা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক।