ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:৫০:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১২:১৬:৪২ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে মালিকবিহীন ৪টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। অভিযানে ছাতক থানা পুলিশ ও নোয়াকোট বিজিবি সদস্যরা অংশ নেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছাতকের বিভিন্ন নদী ও জলাধার থেকে অবৈধভাবে বালু তোলার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, নদীভাঙন বাড়ছে, কৃষিজমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। নদীতীরবর্তী এলাকার এক বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে শক্তিশালী একটি চক্র দিনের আলোতে নদী থেকে বালু তুলে নিচ্ছে। আমাদের বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। এই অভিযানে আমরা আশার আলো দেখছি। আমরা চাই, অভিযান যেন নিয়মিত হয় এবং দোষীদের আইনের আওতায় আনা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, নদী আমাদের প্রাণ, আমাদের সম্পদ। কোনো প্রভাবশালী বা অসাধু চক্রকে নদী ও পরিবেশ ধ্বংসের সুযোগ দেওয়া হবে না। সরকারের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। আজকের অভিযান একটি বার্তা- অবৈধ বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।”

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com