
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মেধার হাওর থেকে সোমবার (৩০ জুন) রাতে মাসুক মিয়া (৪৫) নামের এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। তার বাড়ি উপজেলার মাছিমপুর গ্রামে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মাসুক মিয়া সোমবার সকালে সবজি নিয়ে যাত্রীবাহী নৌকাযোগে উপজেলার চাপাইতি বাজারে যান। সেখানে সবজি বিক্রি শেষে ওইদিন সন্ধ্যায় নিজেই ইঞ্জিনচালিত নৌকার হাল ধরে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নৌকাটি মেধার হাওরে এলে সেখানে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে তিনি ধাক্কা লাগলে হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ওই হাওর থেকে রাত সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় সবজি বিক্রেতা মাসুক মিয়ার লাশটি উদ্ধার করেন এলাকাবাসী। এই মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের সদস্যদের কাছ হস্তান্তর করা হয়েছে।