
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় তৈরি ২ লক্ষ পিস নিষিদ্ধ নাসির বিড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৩টায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মাসুদ রানা, এএসআই টিংকু চরণ রায় সঙ্গীয় ফোর্সসহ সাচনা বাজার ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক সিএনজি চালিত অটোরিকসা তল্লাশী করে ২ লক্ষ পিস নিষিদ্ধ নাসির বিড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো. হাসিম মিয়ার পুত্র মো. আব্দুল মতিন (৩০), আক্তাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মো. আল আমিন (২৭), লামা চালবন গ্রামের মো. শের আলীর পুত্র মো. হাসান (২০)। জব্দকৃত বিড়ির আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ নাসির বিড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।