দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫০:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫০:২৫ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী বলেছেন, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি নাগরিক সংগঠন, আমরা সবাই কনজ্যুমারের সাথে কোনো না কোনোভাবে জড়িত। কারণ আমরা সবাই ভোক্তা, কনজ্যুমার যত শক্তিশালী হবে আমাদের ভোক্তাদের অধিকার আদায় ততো সহজ হবে। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সততা। আমাদের পিছিয়ে থাকার আসল কারণ হচ্ছে আমাদের সততা ও নিষ্ঠার অভাব। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। সততা হচ্ছে সকল সফলতার চাবিকাঠি। আমরা বিশ্বাস করি ক্যাবের নেতৃবৃন্দ সততার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। আমাদের সকলকে নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণে সোচ্চার হতে কনজ্যুমার এসোসিয়েশনকে আরও শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে। সোমবার কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফিমেইল একাডেমি দিরাইয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত ক্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই উপজেলা ক্যাবের সাধারণ স¤পাদক সামছুল ইসলাম সরদারের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী, দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন সিলেট জেলা ক্যাবের সাধারণ স¤পাদক মহি উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা ক্যাবের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন, সাধারণ স¤পাদক হোসেন আহমেদ, হবিগঞ্জ জেলা ক্যাবের সভাপতি দেওয়ান মিয়া, সুনামগঞ্জ জেলা ক্যাবের সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক ইমরান হোসাইন প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com