মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দৌলতপুর গ্রাম সংলগ্ন মনাই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পারভেজ আহমদ ওরফে রানা (২১) নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ওই ব্যক্তির বাড়ি সিলেটের সদর উপজেলার জৈন্তারকান্দা গ্রামে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ওই নদীতে অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪ধারা ও ১৫ ধারা অনুযায়ী
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা এই দ- দেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার এএসআই হানিফ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার নূরুল আমিন মোল্লা প্রমুখ।