মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ের কক্ষে বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, সাংবাদিক আতিক ফারুকি প্রমুখ।