ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) অধীনে কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আইআরএমপি-৩) প্রকল্পের আওতায় বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১০০জন নারী কর্মীদের মধ্যে সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। অনুষ্ঠানে প্রত্যেক নারী কর্মীকে এক লাখ ২০ হাজার টাকার চেক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী মঞ্জুর হোসেন মন্ডল প্রমুখ।