ওয়েজখালিতে সহস্রাধিক ভারতীয় শাড়ি জব্দ

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি পিকআপ ও ১০৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। জব্দকৃত পিকআপের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা এবং শাড়ির মূল্য ৯৬ লক্ষ ৬৪ হাজার টাকা। সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১১ লক্ষ ৬৪ হাজার টাকা। অভিযানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দৃকৃত ভারতীয় শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com