
বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। গত ২৪ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মফিজুর রহমানকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। এছাড়াও তার নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ঞযব ঈড়ফব ড়ভ ঈৎরসরহধষ চৎড়পবফঁৎব, ১৮৯৮ এর ংবপঃরড়হ- ১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত ৮ মে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ দাবিতে ‘লংমার্চ’ করে বিক্ষুব্ধরা। এর আগে ৪ মে উপজেলা সদরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করতে চাইলে বিক্ষোভদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ওই কর্মসূচি দেওয়া হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ১০ কার্যদিবসের মধ্যে ইউএনও মফিজুর রহমানকে বদলি ও এরআগে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনার বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।