শান্তিগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম ধ্বংস

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩২:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩২:১৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে বিশেষ অভিযানে প্লাস্টিক দিয়ে তৈরি মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম (কিরণমালা চাই) ধ্বংস করা হয়েছে। মাছের বংশবিস্তারে সহায়তা করতে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ মে) সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলার দেখার হাওরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। অভিযানকালে মাছ ধরার ৯০০টি নিষিদ্ধ কিরণমালা চাই জব্দ করা হয়। পরে সেগুলো শান্তিগঞ্জের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে ধ্বংস করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। পাশাপাশি বিকল্প পেশায় জেলেদের উদ্বুদ্ধ করার কথাও জানান তিনি। মাছের প্রজনন বৃদ্ধিতে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com