৯ দিনব্যাপী সেবায়েত প্রশিক্ষণ সম্পন্ন

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩০:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩০:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলায় ৯ দিনব্যাপী সেবায়েতদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশু পালন ও মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। সোমবার দুপুরে শহরের ষোলঘরস্থ শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ধর্মগ্রন্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে প্রশিক্ষক, সেবায়েত এবং অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সিলেট জেলা কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর পরিমল কান্তি দে। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মনিবুর রহমান, সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্য, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অলক দত্ত, প্রশিক্ষক সুবিমল চক্রবর্তী চন্দন, অমিত চক্রবর্তী, অ্যাড. অশোক গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় কাজ করতে হলে মনোযোগী হতে হবে। মনকে ভগবানের দিকে রাখতে হবে। মনে রাখতে হবে ভগবান নিরাকার। তিনি অনন্ত। কিন্তু ভগবানকে অনুভব করতে পারি আমরা। যা অস্বীকার করা যায় না। সকলকে ধর্ম-কর্মের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com