
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ৪ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন জেলা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
স্মারকলিপি থেকে জানাযায়, গত ৫ মাস যাবত ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার দায়িত্বে থাকা ২০২০ জন শিক্ষক ও ১০১০ জন সহায়ককর্মী বেতন-ভাতা পাচ্ছে না। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প’ (২য় পর্যায়) পাশ না হওয়ায় বকেয়া বেতন ও ২ ঈদের বোনাসের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব নির্ধারিত স্মারকলিপি প্রদানের কর্মসূচির অংশবিশেষ হিসেবে রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও ধর্ম-মন্ত্রণালয়ের বিশেষ চাহিদায় প্রকল্পের কার্যক্রম চলমান রাখা হয়। কিন্তু গত ২৪ মে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পাস হলেও দারুল আরকাম মাদ্রাসাসমূহের প্রকল্প ঝুলিয়ে রাখা হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ যেমন অন্ধকারে পতিত হয়েছে তেমনি ৩ হাজার আলেম শিক্ষক ও সহায়ক কর্মী বেতনহীন মানবেতর জীবনযাপন করছেন।
শিক্ষকদের দুর্দশা ও হতাশার কথা স্মারকলিপিতে প্রকল্প জটিলতা নিরসন করে আসন্ন ঈদুল আজহার আগে বকেয়া বেতন-বোনাস প্রদান ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প (২য় পর্যায়) অনুমোদনসহ ৪ দফা দাবি উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উপ পরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন।