জগন্নাথপুরে ভূমি মেলা উদ্বোধন

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:৩২:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:৩২:০৬ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গণে ৩ দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। এর আগে উপজেলা সম্মেলন কক্ষে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহজে ভূমি সেবা প্রদান ও ভূমি নিয়ে নানা সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, মো.শাহজাহান মিয়া, গোবিন্দ দেব, হুমায়ূন কবির ফরিদী, তৈয়বুর রহমান প্রমুখ। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ডিজিটাল সাক্ষরতা বাড়লে, ভূমি জটিলতা কমবে। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায় ও সদর এবং উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া মেলায় বসা স্টলে দিনব্যাপী নাগরিকদের ভূমি সেবা প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com