সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে নজরুল জয়ন্তী উদ্যাপন

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:৩০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:৩০:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও বইপাঠ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সহযোগিতায় ছিল সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি। রবিবার বিকেল ৩টায় শহরের পূর্ব মল্লিকপুরে অবস্থিত গণপাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শেখ একেএম জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মল শুক্ল বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল হক এবং দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার সম্পাদক ও কবি রাহমান তৈয়ব। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ স¤পাদক মঞ্জুর আহমদ, নির্বাহী সদস্য আসাদ বিন সফিক, মাজেদা আখতার শিরিন, লাভলী আখতার, তানজিলা বেগম প্রমুখ। আলোচনায় বক্তারা নজরুলের সাহিত্য ও দর্শন, তাঁর বিদ্রোহী চেতনা, ধর্মনিরপেক্ষ মানবিক মূল্যবোধ এবং সাম্যবাদী ভাবনা নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, নজরুল শুধু কবি নন, তিনি একটি যুগের প্রতিনিধিত্বকারী প্রতিবাদী কণ্ঠস্বর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com