
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলায় ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। মেলা উদ্বোধন শেষে ভূমি অফিস থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সভার আয়োজন করে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এসময় বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ভূমি অফিসের কানুনগো (অতিরিক্ত দায়িত্ব) মো. মুজাহিদ আলম, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির মিয়া প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ জনগণের ভোগান্তি কমাবে ও স্বচ্ছতা নিশ্চিত করবে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান ও সঠিক তথ্যভিত্তিক দলিল সংরক্ষণই ভূমি সুরক্ষার মূল উপায়।
সভা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে এসময় পুরস্কার বিতরণ করা হয়।