সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:১৯:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:১৯:০২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২৫ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত তাদের পুশইন করা হয়েছে। বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করা হয়। এছাড়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়েছে। বিজিবি বলছে, সিলেটের বিয়ানীবাজার সীমান্তে বিলের মধ্য দিয়ে এবং মৌলভীবাজারে ঘন জঙ্গল দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করানো হয়। সিলেট বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com