জেলা স্কাউটসের উদ্যোগে গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত

দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা অপরিহার্য : জেলা প্রশাসক

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:১৫:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:১৫:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা স্কাউটসের উদ্যোগে জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী জেলা স্কাউটস ভবনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা স্কাউটস কমিশনার কানন বন্ধু রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, স্কাউটসের মাধ্যমে পরিকল্পিত জীবন প্রতিষ্ঠা করা যায়। স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। তিনি বলেন, স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম জেলা পর্যায়ে গ্রহণ করা হয়। এরমধ্যে রয়েছে বৃক্ষরোপণ, টিকাদান, স্যানিটেশন ও পরিবেশ সংরক্ষণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় স্কাউটদের সেবাদান কর্মসূচি। এসব সেবার কথা মানুষ সর্বদাই শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, বিভিন্ন স্তরবিশিষ্ট ট্রেনিংয়ের মাধ্যমে স্কাউটদেরকে আত্মমর্যাদাস¤পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ণ, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য। জেলা স্কাউটসের সাধারণ স¤পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় ওয়ার্কশপে বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক স্কাউটসের সহকারী কমিশনার (প্রশিক্ষণ) নির্মল চন্দ্র শর্ম্মা, সহকারী কমিশনার (গবেষণা ও মূল্যায়ণ) মো. জাহির মিয়া তালুকদার, সিলেট আঞ্চলিক উপ-পরিচালক মো. শামীমুল ইসলাম, জেলা স্কাউটসের সহ-সভাপতি মৃদুল চন্দ্র তালুকদার, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাহবুব জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সুলেমান মিয়া, জাতীয় সদর দপ্তরের রিসোর্স পার্সন মো. ওয়াহিদুন নবী ও মো. শাহাদাৎ, জেলা স্কাউটস লিডার বিপ্লব কেতন চ্যাটার্জী, জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরী, সদর উপজেলা সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন, সদর উপজেলা স্কাউটস লিডার মো. সোহেল আলম। ওয়ার্কশপে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রাথমিক শিক্ষা অফিসার, স্কাউটস স¤পাদক ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com