ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালীরা তৎপর, ভিকটিমের পরিবারকে হুমকি

শান্তিগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে কবরস্থানে নিয়ে বলাৎকার

আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:৪৯:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:৪৯:৫০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জের জয়কলস করবস্থানে নিয়ে শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছেলেকে (১১) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৪ মে) সন্ধ্যার আগে জয়কলস গ্রামের পূর্বপার্শ্বে করবস্থানের ভিতর জঙ্গলে। বলৎকারী অভিযুক্ত ইমন মিয়া (২৫) একই গ্রামের জমির আলীর ছেলে। ভিকটিম ও তার পরিবারের সূত্রে জানা যায়, জয়কলস গ্রামের শারীরিক ও বাক প্রতিবন্ধী ছেলেটি তাদের একটি গাভী বাড়িতে আনার জন্য পার্শ্ববর্তী হাওরে যায়। এসময় জয়কলস গ্রামের আব্দুল মোতালিবের ছেলে ইমন মিয়া (২৫) তাকে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী করবস্থানের ভিতরে জঙ্গলে নিয়ে তাকে বলাৎকার করে। এতে শারীরিক ও বাকপ্রতিবন্ধি ছেলেটির রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষণিক তাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। ভিকটিমের মা জানান, তার ছেলেকে বলাৎকারের বিষয়টি ইমনের বাবা ও মাকে জানালে তারা তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। বর্তমানে এলাকার প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত ইমনের বাবা-মা ও পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। শান্তিগঞ্জ থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com