
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার কালীজানা নদীর ওপর নির্মিত জরাজীর্ণ সেতুটি পুনঃনির্মাণ ও গাবী কান্দাবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছনের সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কালীজানা সেতুটির পশ্চিমপাশের সড়কে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়। অবসরপ্রাপ্ত সিভিল সার্জন সিরাজুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলার গাবী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের সঞ্চালনে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সৈয়দ জিয়াউল হক, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম, সাবেক সাধারণ স¤পাদক মমতাজুর রহমান, সহকারী শিক্ষক আহসান তালুকদার, সামিউল নিক্সন, মশিউর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল হাসিম, কাকিয়াম গ্রামের বাসিন্দা মুখলেছুর রহমান, মীর্জাপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, শরিশ্যাম গ্রামের বাসিন্দা ওয়াসিম প্রমুখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে উপজেলার কালীজানা সেতুটি পুনঃনির্মাণ ও গাবী গ্রামের কান্দাবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছনের সড়ক পর্যন্ত দুই কিলো ১০০মিটার সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানান। এলাকাবাসী জানান, উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের কান্দারবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছন পর্যন্ত সড়কটির দূরত্ব দুই কিলো ১০০মিটার। সড়কটি ১৯৯৫ সালে পাকাকরণ করা হলেও এর পর আর কোনো ধরণের সংস্কার ও মেরামত করা হয়নি। এই সড়কের বেশির ভাগ অংশ ১৫/২০বছর আগে ভেঙ গিয়ে জন ও যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর কালীজানা নদীর ওপর থাকা কালীজানা সেতুটি এলজিইডি’র অধীনে ১৯৯৭ সালে নির্মাণ করা হয়। ২০১০সালের সেতুটির একাংশ হেলে পড়লে ও সেতুটির রেলিং ভেঙে যাওয়ায় জন ও যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ১৩টি গ্রাম ও আশপাশেরসহ অর্ধ লক্ষাধিক মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, এই সেতুটি পুনঃনির্মাণ, সড়কটি সংস্কার ও মেরামত কাজের জন্য এলজিইডির ফ্লাড ২০২২ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই কাজটি শুরু হবে।