
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। সাহাব উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে আম গাছের ডাল কাটতে যান ওই বৃদ্ধ। এ সময় অসাবধানতা বশত গাছের ডালে বিদ্যুতের তার ছিঁড়ে ওই বৃদ্ধের শরীরে পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, কারো কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।