
সুনামকন্ঠ ডেস্ক::
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামী ব্যাংক অফিসার্স এসোসিয়েশন। সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সুনামগঞ্জ শাখা প্রধান মোহাম্মদ আলতাফ উদ্দিন খানের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার ও পল্লী উন্নয়ন প্রকল্প প্রধান আবুল মানছুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখা প্রধান শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ শামসউদদীন, আল-মোওয়াখাত সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, সিলেট জোনের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইসপ্রেসিডেন্ট এনামুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ বন্যার্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে
কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইদ্রিছ আলী। - সংবাদ বিজ্ঞপ্তি