মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১০:৫৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১০:৫৮:২৩ অপরাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নরর দক্ষিণউড়া গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে গত বৃহ¯পতিবার রাত আটটার দিকে বিপ্লব বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মধ্যনগর উপজেলা যুবলীগের লীগের তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক পদে রয়েছেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণউড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক বিপ্লব বিশ্বাসকে বৃহ¯পতিবার রাত আটটার দিকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিপ্লব বিশ্বাস দাবি করেন বলেন, নাশকতার ঘটনায় তিনি জড়িত ছিলেন না। তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com