দ্রুত দাবি মানা না হলে যমুনা ব্লকেড : ছাত্রদল সভাপতি

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে ছাত্রদল। দ্রুত দাবি মানা না হলে যমুনা ব্লকেড করার হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫টায় শাহবাগে অবরোধ কর্মসূচিতে এসে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ডিবির কর্মকর্তারা এখনও আশ্বস্ত করতে পারেনি। তারা অপরাধী কিনা ত্বরিত গতিতে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান। এর আগে বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শাহবাগ মোড়ে কয়েকটি ভাগে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এর আগে, বুধবার (২১ মে) এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবে সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com