নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতা

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩১:২৯ পূর্বাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে গতকাল বৃহ¯পতিবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়েছে বইপাঠ প্রতিযোগিতা। সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে এবং সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহরের পূর্ব মল্লিকপুরে অবস্থিত সাহিত্য সংসদ গণপাঠাগার সংলগ্ন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে। “পাঠাভ্যাস গড়ে তুলি” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী আয়োজনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের বই পড়ার অভিজ্ঞতা তুলে ধরে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আয়োজকরা জানান, আগামী প্রজন্মের মধ্যে সাহিত্যের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং পাঠের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার নিয়মিতভাবে এমন আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ২৫ মে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। -সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com