ধর্মপাশায় শিশু কল্যাণ পরিকল্পনা বিষয়ক সভা

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১০:১৩:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১০:১৩:২২ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা গতকাল বুধবার বিকেলে স¤পন্ন হয়েছে। বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এই আয়োজন করে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে সমাপনী দিনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, পারির সিডিও বিদ্যুৎ মাংসাং, পারির মনিটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদার, ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন সংস্থার সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাপাক। অনুষ্ঠানে আগামী ২০২৬ থেকে ২০৩০ অর্থবছর পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com