স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরের তালা ভেঙে দানবক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত অনুমান ৩টায় এই ঘটনা ঘটে। এতে মন্দিরের দানবক্সে কয়েক মাসের জমানো টাকা নিয়ে যায় চোরেরা।
মন্দিরের পুরোহিত আশু রঞ্জন গোস্বামী জানান, শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরের বাউন্ডারির ভেতরে আমার বাসা। আমি মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করি। শনিবার দিবাগত রাত খুব বৃষ্টি হচ্ছিল। বিদ্যুৎও ছিল না। রাত অনুমান ৩ টায় তালা ভাঙার শব্দ শুনে ঘর থেকে বের হতে চেষ্টা করি আমি। কিন্তু আমার বসতঘরের দরজায় রশি দিয়ে বেঁধে রেখেছিল চোর। প্রথমে দরজা বেঁধে রাখার বিষয়টি বুঝতে পারিনি। টর্চ লাইটের আলোয় দরজার ফাঁক দিয়ে দেখে অনুমান করি তালাবদ্ধ করার দুটি রিংয়ে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাই দরজা খোলা সম্ভব হচ্ছিল না। পরে দা দিয়ে রশি কেটে দরজা খুলে বের হই। বের হয়ে মন্দিরে গিয়ে দেখি কয়েকটি দরজার তালা ভাঙা এবং দানবক্স ছুঁড়ে বাইরে ফেলা হয়েছে। চোরেরা দানবক্সের জমানো সব টাকা নিয়ে পালিয়ে গেছে। পরে আশপাশের মানুষকে চুরির বিষয়টি জানানো হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ জানান, চুরির ঘটনায় অভিযোগ হলে ব্যবস্থা নেয়া হবে।