
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলায় নব্বই বছরের বৃদ্ধ হাজী মোহাম্মদ আজহার আলীর মানহানির অভিযোগে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২১ মে) দুপুর ১২টায় দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন শিমুলবাঁক ও গনিগঞ্জ গ্রামের স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান, সালিশ ব্যক্তিত্ব জসীম উদ্দিন, সাবেক ইউপি সদস্য তালিম উদ্দিন, যুবদল নেতা আব্দুল মজিদসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, বার্ধক্যজনিত কারণে প্রায়ই মেজাজ হারানো হাজী আজহার আলীকে পারিবারিক বিরোধের জেরে উস্কে দিয়ে ভিডিও ধারণ করেন রাজশাহী ডিভিশনে কর্মরত কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে অপমানিত করা হয়। বক্তারা আরও বলেন, পুলিশ কনস্টেবল ছুটিতে এসে এমন অনৈতিক কাজ করবেন - তা কল্পনাও করেননি এলাকাবাসী। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ১৪ মে পারিবারিক বিরোধের জেরে কনস্টেবল জুনায়েদ নিজ মামা প্রবাসী জাহাঙ্গীর আলমের পক্ষ নিয়ে হাজী আজহার আলীর সঙ্গে বাদানুবাদে জড়ান। একপর্যায়ে গোপনে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন এবং ধান লুটপাটের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।
শান্তিগঞ্জ উপজেলায় নব্বই বছরের বৃদ্ধ হাজী মোহাম্মদ আজহার আলীর মানহানির অভিযোগে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২১ মে) দুপুর ১২টায় দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন শিমুলবাঁক ও গনিগঞ্জ গ্রামের স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান, সালিশ ব্যক্তিত্ব জসীম উদ্দিন, সাবেক ইউপি সদস্য তালিম উদ্দিন, যুবদল নেতা আব্দুল মজিদসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, বার্ধক্যজনিত কারণে প্রায়ই মেজাজ হারানো হাজী আজহার আলীকে পারিবারিক বিরোধের জেরে উস্কে দিয়ে ভিডিও ধারণ করেন রাজশাহী ডিভিশনে কর্মরত কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে অপমানিত করা হয়। বক্তারা আরও বলেন, পুলিশ কনস্টেবল ছুটিতে এসে এমন অনৈতিক কাজ করবেন - তা কল্পনাও করেননি এলাকাবাসী। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ১৪ মে পারিবারিক বিরোধের জেরে কনস্টেবল জুনায়েদ নিজ মামা প্রবাসী জাহাঙ্গীর আলমের পক্ষ নিয়ে হাজী আজহার আলীর সঙ্গে বাদানুবাদে জড়ান। একপর্যায়ে গোপনে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন এবং ধান লুটপাটের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।