নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ রাজপথে নামবে : কয়ছর এম আহমদ

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:২৩:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৯:২৩:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে শান্তিগঞ্জ-জগন্নাথপুরে সমান উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। তিনি বলেন, উন্নয়ন যেহেতু পাল্লায় মেপে বণ্টন করা সম্ভব নয়, তাই উনিশ-বিশ হতে পারে। যদি উনিশ-বিশ হয়েও যায় তবে বেশি উন্নয়ন শান্তিগঞ্জেই হবে। বুধবার সন্ধ্যায় শান্তিগঞ্জে পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান বক্তার বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এসময় কয়ছর এম আহমদ আরো বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী রক্ত দিয়েছে, গুম হয়েছে, মামলা-হামলার শিকার হয়েছে। মানুষ যে অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। নির্বাচন নিয়ে টালবাহানা করলে বিএনপি মেনে নেবে না। প্রয়োজনে বিএনপিসহ এদেশের মানুষ আবারও রাজপথে নামবে। তখন অন্তর্বর্তীকালীন সরকারও রেহাই পাবে না। তিনি আরো বলেন, ভোট হচ্ছে এদেশের উৎসবের মত। দেশের মানুষের মত ২ কোটি প্রবাসী এই ভোট উৎসবে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এই প্রবাসী নেতা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। ৩১ দফা কর্মসূচিকে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাংলাদেশের আগামীর রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র। ৩১ দফা শুধু বিএনপির নয় সারা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মইন মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ৩১ দফা কর্মসূচির বুকলেট বিতরণ করেন কয়ছর এম আহমদ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com