
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় মডেল মসজিদের নির্মাণকাজে ধীরগতির প্রতিবাদ ও দ্রুত কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সচেতন নাগরিক সমাজ ও মুসল্লিদের উদ্যোগে নির্মাণাধীন মডেল মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জহর হৃদয়, তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাজান মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মডেল মসজিদের নির্মাণকাজ চলমান থাকলেও কাজের অগ্রগতি খুবই ধীর। দ্রুত এ কাজ স¤পন্ন করে মসজিদটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানান তারা।