শাল্লার পিআইও নুরুন নবীকে বরখাস্তের সুপারিশ

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৪৬:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৮:৪৬:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে শাল্লা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন নবী সরকারকে স্থায়ীভাবে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত এ গণশুনানি শুরু হয় সকাল ১০টায় এবং চলে বেলা ২টা পর্যন্ত। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবাগ্রহীতারা এতে অংশ নেন। শুনানিতে পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হলেও তিনি অসৌজন্যমূলক জবাব দেন। তার এই অশোভন আচরণের কারণে গণশুনানিতেই তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার সুপারিশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com