বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন শাকিল

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৪৩:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৮:৪৩:২৪ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: বিশ্বরেকর্ড গড়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় পৌঁছালেন ইকরামুল হাসান শাকিল। এছাড়া সপ্তম বাংলাদেশি হিসেবে এই মাইলফলকে পৌঁছালেন তিনি। স্থানীয় সময় সোমবার তার ফেইসবুক পেজে জানানো হয়েছে, ভোরে তিনি চূড়ায় পৌঁছান। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এ অভিযানের আয়োজক। সংস্থাটির প্রতিষ্ঠাতা ইনাম আল হক একটি পোর্টালকে বলেন, সোমবার ভোর ৬টায় ক্লাবের সদস্য শাকিল সামিট করে। সে ৮৪ দিনে ইনানী সৈকত থেকে পায়ে হেঁটে এভারেস্ট সামিট করল। এর আগে পর্বতারোহী শাকিল গত ৯ মার্চ ঢাকার গুলশানে সংবাদ সম্মেলন করে তার ‘সি টু সামিট’ যাত্রার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। সেখানে তিনি বলেছিলেন, গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে তিনি ৯০ দিনের মধ্যে সামিট জয়ের লক্ষ্যে অভিযান শুরু করেছেন। ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জের পথ ধরে তিনি তখন ঢাকায় অবস্থান করছেন। জানা যায়, যাত্রাপথে বাংলাদেশ, ভারত ও নেপালের ওপর দিয়ে প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উঁচু শিখরে আরোহণ করেন। শাকিল ৯০ দিনের মধ্যে সামিট জয়ের লক্ষ্য ঠিক করলেও তা ৮৪ দিনেই স¤পন্ন করেছেন। তাতে অস্ট্রেলিয়ার টিম ম্যাকার্টনির রেকর্ড ভাঙার স্বপ্নও পূরণ হয়েছে শাকিলের। ম্যাকার্টনি ১৯৯০ সালে তিন মাসের বেশি সময় নিয়ে ভারতের গঙ্গা সাগর থেকে পদযাত্রা করে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। এদিকে মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় আজ থেকে শতাধিক বছর আগে। ১৯৫৩ সালের ২৯ মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি। আর ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহীম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন জয় করেন এভারেস্ট। ২০১৩ সালের ২০ মে এভারেস্টজয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান। এরপর বাংলাদেশি পর্বতারোহীদের এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। ১১ বছরের সেই খরা কাটিয়ে গত বছর ১৯ মে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান বাবর আলী।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com