আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৩৮:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৮:৩৮:৩৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: নিবন্ধন স্থগিত থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং তা বাতিল বা প্রত্যাহার না হলে দলটি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। সোমবার বেলা ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ‘ভোটার তালিকা হালনাগাদ - ২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কমিশনার মাছউদ বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। এখন এই স্থগিতাদেশ প্রত্যাহার বা বাতিল না হলে, আওয়ামী লীগের সামনে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তবে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন স¤পন্ন করতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে না।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com