
স্টাফ রিপোর্টার ::
জনতা চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১৭ মে আয়োজিত ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত ৫২ জন দরিদ্র ছানি রোগীর চোখের ছানির অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা আধুনিক প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে অপারেশন স¤পন্ন করেন। সকল রোগী অপারেশন শেষে স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান।
রোগী ও অভিভাবকরা উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে ডা” বাংলা ব্যাংক এবং জনতা চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডা” বাংলা ব্যাংক সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সবচেয়ে বড় অবদান ডাচ্-বাংলা ব্যাংকের এম.ডি ও সিইও, সুনামগঞ্জের কৃতী সন্তান আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখার অফিসার প্রত্যয় ভট্টাচার্য এবং জনতা চক্ষু হাসপাতালের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শ্যামল চন্দ্র তালুকদার।