স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে লাউড়েরগড় বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। এসময় কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সুনামগঞ্জ জেলা সাধারণ স¤পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, লাউড়েরগড় বাজার কমিটির সভাপতি আব্দুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে রূপা মেডিকেল হলকে এক হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ব্রেড রাখার দায়ে লোকমান হেকিম স্টোরকে এক হাজার টাকা এবং ট্রেড লাইেেসন্স না থাকায় কুদ্দুর স্টোরকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়।