
স্টাফ রিপোর্টার ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে দিরাই সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে দিরাই সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদল নেতারা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত, মূল ঘাতকসহ সব অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা একটি নিরাপদ শিক্ষাঙ্গন গঠনের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মবিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, কলেজ ছাত্রদলের সদস্য সামসুল ইসলাম, নাইম মিয়া ও রুমান আহমদ।