সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায়। দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এই সাহিত্য আসরে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অনুপ তালুকদার। আড্ডায় কবিতা ও ছড়া পাঠ করেন প্রভাষক দুলাল মিয়া, সাজাউর রহমান, অনুপ তালুকদার, হাবিবুল্লাহ আছকির তালুকদার, আহমেদ নূর আলবাব, নিশেন্দু রঞ্জন গোস্বামী, শাহ মো. কামরুজ্জামান, বিকাশ চন্দ আপন প্রমুখ। গান পরিবেশন করেন কে জি মানব, নিশেন্দু রঞ্জন গোস্বামী এবং সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান। আড্ডায় উপস্থিত সাহিত্যপ্রেমীরা মনোমুগ্ধকর পরিবেশে সাহিত্য ও সংগীতের মাধ্যমে সময় অতিবাহিত করেন। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এ আড্ডা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। এতে সকল সাহিত্য অনুরাগী, কবি, লেখক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com